যাহা দেখা যায় মানুষ তার দেখে না সব
কেউ কেউ দেখে
কেউ এক চোখে দেখে
কারো চোখ না থাকলেও দেখে
দেখার ভান করে বলে যে সে
খুব ভালো দেখে
বস্তুত দেখে থোড়াই
মুদ্রার এপিঠ দেখে
ওপিঠ অদৃশ্য সদাই
১৪ জানুয়ারি ২০১৩
যাহা দেখা যায় মানুষ তার দেখে না সব
কেউ কেউ দেখে
কেউ এক চোখে দেখে
কারো চোখ না থাকলেও দেখে
দেখার ভান করে বলে যে সে
খুব ভালো দেখে
বস্তুত দেখে থোড়াই
মুদ্রার এপিঠ দেখে
ওপিঠ অদৃশ্য সদাই
১৪ জানুয়ারি ২০১৩