যে বোঝে সে না বললেও বোঝে
ইঙ্গিতে বুঝে নেয় কী কথা বলতে চায় অন্যজনা
যে বোঝে না সে বললেও বোঝে না
তর্জমা যতই হোক মাতৃভাষায় বা
প্রেমের ভাষায়; সে নাবুঝ বান্দা
বোঝার মুরদ আল্লা তারে দ্যান নাই
যে বোঝে না সে বোঝে বড় বেশি
এতটাই বোঝে সে যে- যে বোঝে
তার চেয়েও বেশি বোঝে এমনই বিশ্বাস তার
ফলে যে বোঝে তার সাথে যে না বোঝে তার
নিত্য বাহাস তর্কাতর্কি; বেহুদা সময় পার
পৃথিবীতে উচ্চকণ্ঠ বরাবর নাবুঝেরাই…