যা বলার তা হয় না বলা
বলা যায় না তার সবকিছু
কিছু ব্যক্ত অব্যক্ত বাকিটা
কিছু ব্যক্তিক কিছু নৈর্ব্যক্তিক
কিছু আবছায়া গোধূলির রঙে
ফিকে হতে হতে সন্ধ্যার কালো
না বলা কথার মালা
শিউলির শাদা হয়ে পড়ে থাকে ভোরে
পিচের কালোয় ঘাসের সবুজে
যতটুকু বলা হয় বলা হয় না
তার আরও বহুকিছু
সামান্য কথার বকুল
গাঁথে অপূর্ণ বাক্যের মালা
ভুল বোঝাবুঝি…বিচ্ছেদ…
রাত্রির নিঃসঙ্গতা…
আধখানা বাক্য মুদ্রার এপিঠ
বাড়ায় রাত্রির সেতু
সেতুবন্ধ হয় না কথার কংক্রিটে
খসে পড়ে পলেস্তারা
সন্ধ্যার আবছায়ায় ঢুকে যায় গোধূলি
মৌরির খেতে পড়ে থাকে শূন্যতা। ১৪ সেপ্টেম্বর ২০১৬