বাতাস খাচ্ছি

বাতাস খাচ্ছি, বাতাস খুবই উপাদেয় খাদ্য

শরীর ও মন প্রফুল্ল রাখে

শরীর থেকে বায়ু মানে বাতাস

বেরিয়ে গেলেও শান্তি

 

জল খাচ্ছি, জল চিবোচ্ছি

বরফের টুকরো অথবা কুলফির চাকায়

কামড় বসাচ্ছি আর দাঁতের শিরশিরানির সাথে

আহা উহু শিৎকার দিচ্ছি

জলও খুব উত্তম আহার

শরীর থেকে জল তরল অথবা

ঘন বস্তু হয়ে বেরিয়ে গেলেই আরাম

 

খাচ্ছি সলিড মাংসের টুকরো

ভাতের গন্ধ আটার দলা

কাঁচকলার ভর্তা মাছের মুন্ডু

যাবতীয় খাদ্য শরীরের বলবর্ধক

 

খাদ্যগুলো শরীর থেকে

বিশেষ বস্তু হয়ে

নির্গত হলেই পরম শান্তি

১৭ আগস্ট ২০১১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top