জেমি ও রিতুর কথা মনে পড়ে
সুদূরের পাখি হয়ে তারা কোন
প্রভাতের অপেক্ষা করে।
হেঁশেলের হলুদ রসুনে
রেবার স্নিগ্ধতা
প্রেশার কুকারের সিটির সাথে
ছড়ায় সুঘ্রাণ
বিকেলে পান্থপথে দাঁড়ায়
শিমুল আফসান।
মনে পড়ে নাহার ইলা
রিদিয়া শাখি
আজ তারা কোন সুদূরের পাখি
বারান্দার দেয়ালজুড়ে নীল অপরাজিতা
সন্ধ্যায় ঘনায়মান অন্ধকারে
চাঁদ হয়ে ওঠার প্রতীক্ষায় ধীর
সোমবার দুপুরে ডাক দেয়
শুদ্ধতা নওয়াদির।