গণিতে মন বসে না
বসে না গণিতে মন
তবু চাকরির যুদ্ধবাজারে কবিতার পাঠ অকারণ
নিতে হয় কবিকেও
কবিতা গণিত বোঝে না
বোঝে মানুষের মন;
এইবেলা হর লব লসাগু গসাগু
স্বরবৃত্তর বৃত্ত ভেঙে বৃত্তচাপ আঁকুন
মগজে কবিতার চাপ যতই থাকুক
প্রসব করুন গণিত গণিত।
গণিতে মন বসে না
বসে না গণিতে মন
তবু চাকরির যুদ্ধবাজারে কবিতার পাঠ অকারণ
নিতে হয় কবিকেও
কবিতা গণিত বোঝে না
বোঝে মানুষের মন;
এইবেলা হর লব লসাগু গসাগু
স্বরবৃত্তর বৃত্ত ভেঙে বৃত্তচাপ আঁকুন
মগজে কবিতার চাপ যতই থাকুক
প্রসব করুন গণিত গণিত।