উড়ি ধুলোর সঙ্গে তবু ধুলো নই
শূন্যে ওড়াই ঘুড়ি তবু হাওয়া নই
যাই বান্ধবসনে লোনাজলে সাগরসঙ্গমে
তবু জঙ্গের হয় না ইতি
আঁকি সালভাদর দালি মিকালেঞ্জেলো
লিখি নেরুদা ফকির লালন
তবু ঘুমমধ্যে ফ্রয়েড দেয় হানা
নিজের কাটা মস্তক হাতে নিয়ে
ঘোরায় পাড়ায় পাড়ায়
সুজন পড়সী বলে-‘ব্যথা হচ্ছে খুব?’
কোথায় ব্যথা? বলি মাথাবিহীন দেহ
নো প্রবলেম; মগজবিহীন মাথা
…নো প্রবলেম