মৈত্রী ট্রেন, ফেব্রুয়ারি ২০২০

হৃদয়ের তন্ত্রিতে সুর তোলে রোজ

শূন্য আকাশ ভরে ওঠে চাঁদে

মেঘের কুয়াশা ভেদ করে

মাঝরাতে উঁকি দেয় রোজারিও রোজ;

অভিধানের সকল শব্দ আজ সহজ

সম্মোহনের চাদর জড়িয়ে

মৈত্রীর জানালায় চোখ রেখে

দূর দিগন্তে ওই হলুদ সন্ধ্যার খোঁজ

‘প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ-সহজ’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top