ধোঁয়ার ভিতরে উড়ি
ঘুড়ি- ঘুরি এই ধোঁয়ার শহরে
পুরোনো গলির আকাশ
নিঃসঙ্গ বাতাস
হাহুতাস; তাসের ঘরের মতো
ওড়ে ওই- জ্বলে যায় কারখানার চুড়ি
স্বপ্ন, মানুষের জীবন
এই শহর, আমাদের শহর
আমরা উড়ছি এই শূন্যের বৃত্তে;
আমাদের শূন্যতাগুলো
আমাদের হাহাকারগুলো
বেদনার ধূসর রঙগুলো
রঙিন ঘুড়ির সূতোয়
মিলে যায় কারখানার চুড়ি
চুরি হয় ভাতসন্ধানী তরুণের
নতুন শাড়ির খোয়াব
ধূলোর রেখায় রেখায়
আমাদের ঘুড়ি
আমরা উড়ি এবং
আমাদের খোয়াবগুলো
নগরীর আগুনে পুড়ি।
১২ ডিসেম্বর ২০১৯