তোমার অনুভূতি কিনে নিয়েছে গ্রামীণফোন
সংস্কৃতির ঠিকাদার বাংলা লিংক বার্জার এশিয়াটিক
তোমার বইমেলা
নৌকা বাইচ
যাত্রাপালা
প্রভাতফেরি
সব চলে যাবে করপোরেটের পেটে
তুমি করপোরেটের দাস।
তোমার রাষ্ট্র ব্যবসায়ী লিমিটেড কোম্পানি
তোমার রাজনীতি পরিবার লিমিটেড কোম্পানি
তোমার ক্ষমতার উৎস রাইফেল
পুলিশ বিসিএস ক্যাডার
তোমার জনগণ প্রজাতন্ত্রের প্রজা বৈ কিছু নয়।
চারিদিকে প্রকল্প;
তোমার উন্নয়ন
তোমার নির্বাচন
তোমার গণতন্ত্র
তোমার বাকস্বাধীনতা
তোমার নদী খাল বন ও পাহাড়
সবই প্রকল্প।
হে রাষ্ট্র, তুমি নিজেও একটি প্রকল্প!
১৫ এপ্রিল ২০২৪