কাজের ভিতর কাম না থাকলে
সব কামই আকামে পর্যবসিত হয়
কেউ আবার ‘কাম’কেও কাজ বানায়
এ মতে উল্লিখিত যে-‘কর্মই ধর্ম’
অর্থাৎ কামে ডুবিয়া থাকাই ধর্ম
তবে ধর্মের মর্মও ঠিক ঠিক বোঝা চাই
কর্মহীন ধর্ম বা ধর্মহীন কর্ম
অকর্মার ঢেঁকিতে ভানে সময়ের ধান
তবু কামের ভিতর ডুবিয়া থাকাই যাদের
আরাধ্য কাম- তারা যুদ্ধ করে ঠিকই আদতে
সর্দার নিধিরাম…তারা ধর্মের মর্মই বোঝেনাই