টুকে রাখি এই
বলতে না পারা সময়ের ব্যথা
একদিন বলা যাবে-
উড়বে কথার পাখি মুক্ত আকাশ
ততদিন চেপে রাখো কান্না
তারও শব্দ আছে
যদিও তোমার রাষ্ট্র সেই কান্না
শুনতে প্রস্তুত নয়;
তুমি শুধু বলো:
‘সকল প্রশংসা তাঁর’।…
০৮ মে ২০২২
টুকে রাখি এই
বলতে না পারা সময়ের ব্যথা
একদিন বলা যাবে-
উড়বে কথার পাখি মুক্ত আকাশ
ততদিন চেপে রাখো কান্না
তারও শব্দ আছে
যদিও তোমার রাষ্ট্র সেই কান্না
শুনতে প্রস্তুত নয়;
তুমি শুধু বলো:
‘সকল প্রশংসা তাঁর’।…
০৮ মে ২০২২