১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় বাংলাদেশের সংবিধান এবং কার্যকর হয় ওই বছরের ১৬ ডিসেম্বর প্রথম বিজয় দিবসে। কিন্তু এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট ও দীর্ঘ যাত্রা আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেমন কেবল ৯ মাসের সশস্ত্র যুদ্ধ নয়, বরং এর পেছনে রয়েছে দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের ইতিহাস; বাংলাদেশের সংবিধানও তেমনি বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু অনুচ্ছেদ ধার করে তৈরি করা কোনো ডকুমেন্ট নয়। বরং সংবিধানের প্রতিটি বাক্য, শব্দ, সেমিকোলন নিয়ে গণপরিষদে বিতর্ক হয়েছে।
সংবিধানের হাতে লেখা কপি
মনে রাখা দরকার, ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু বাংলাদেশকে মুক্ত করার জন্য ‘যার যা কিছু আছে, তা-ই নিয়ে প্রস্তুত থাকা’ তথা নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র হওয়ার ঘোষণা দেয়ারও দুই মাস আগেই সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়।
প্রক্রিয়া শুরু ৩ জানুয়ারি ১৯৭১
১৯৭১ সালের ৩ জানুয়ারি রেসকোর্স ময়দানে জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠানে বঙ্গবন্ধু
১৯৭১ সালের ৩ জানুয়ারি রেসকোর্স ময়দানে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যদেরকে নৌকা আকৃতির মঞ্চে বসিয়ে শপথবাক্য পাঠ করানো হয়। শপথ পড়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মূলত ১৯৭০ সালের নির্বাচনে জয়ীরাই যে পাকিস্তানের দুই অংশের বৈধ প্রতিনিধি এবং তাঁরাই যে গণপরিষদ গঠন করে সংবিধান প্রণয়ন করবেন, সেটির সূচনা হয় এই রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু এই সভার মাধ্যমে জান্তার দিকে এই বার্তা দেয়ার চেষ্টা করেন যে, তিনি এবং আওয়ামী লীগই জনগণের নির্বাচিত ও বৈধ একমাত্র প্রতিনিধি। (জালাল ফিরোজ, বঙ্গবন্ধু গণপরিষদ সংবিধান, বাংলা একাডেমি/২০২০, পৃষ্ঠা ১৩)।
জাতীয় ও প্রাদেশিক পরিদের সদস্যরা গণশপথ গ্রহণ করেন। প্রাদেশিক পরিষদের আওয়ামী লীগের ২৬৮ জন এবং জাতীয় পরিষদের ১৫১ জন (মোট ৪১৯ জন) সদস্য শপথ পাঠ করেন। তাঁরা সর্বোতভাবে ৬ দফা এবং ১১ দফা কর্মসূচির প্রতি, জনগণের ম্যান্ডেটের প্রতি বিশ্বস্ত থাকা এবং উভয় কর্মসূচিকে শাসনতন্ত্রে প্রতিফলিত করতে প্রতিজ্ঞাবদ্ধ হন। বঙ্গবন্ধু এই সভায় ঘোষণা করেন, ৬ দফা ও ১১ দফা এখন আর কোনো দলের সম্পত্তি নয়। এটা জনগণের সম্পত্তি। ৬ দফা ও ১১ দফার ভিত্তিতেই প্রস্তাবিত সংবিধান রচিত হবে। (মিজানুর রহমান চৌধুরী, রাজনীতি তিনকাল, অনন্যা/২০০৩, পৃষ্ঠা ১০১)।
সংবিধান তৈরির জন্য সাব কমিটি
এর কিছুদিন পরে ১৬ জানুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পরিষদের বৈঠকে বঙ্গবন্ধুকে সংসদীয় দলের নেতা এবং সৈয়দ নজরুল ইসলামকে উপনেতা নির্বাচন করা হয়। এদিন নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধান (পাকিস্তানের জন্য) রচনার জন্য আওয়ামী লীগ সংসদীয় দল একটি সাব-কমিটি গঠন করে। ব্যারিস্টার আমীর-উল ইসলাম ছিলেন এই কমিটির একজন সদস্য। তিনি লিখেছেন: ফেব্রুয়ারি মাসে আমাদের দ্বিতীয় দফা ও শেষ প্রচেষ্টা ছিল পাকিস্তানের জন্য একটি সংবিধান রচনা। পহেলা মার্চ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে রচনাকারী কমিটির পক্ষ থেকে খসড়া সংবিধান পেশ করা হয়। এই বৈঠকে পাঞ্জাবের মালিক সরফরাজসহ পশ্চিম পাকিস্তানের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। আমার প্রণীত খসড়া সংবিধান কমিটির অনুমোদন লাভ করে। এই ব্যাপারে পরিবর্তন ও পরিবর্ধনের দায়িত্ব বঙ্গবন্ধু সংসদীয় দলের ওপর ন্যস্ত করেন।’ (ব্যারিস্টার আমীর-উল ইসলাম, মুক্তিযুদ্ধের স্মৃতি, কাগজ প্রকাশন/১৯৯১, পৃষ্ঠা ১২)।
সংবিধানের ভিত্তি
১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে প্যারেড পরিদর্শন করছেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম
১০ এপ্রিল ১৯৭১। ভারতের মাটিতে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। এক সপ্তাহ পরে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় (ওইদিন থেকে যেটির নাম ‘মুজিবনগর’) এই সরকারে শপথ গ্রহণের দিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। আর এই ঘোষণাপত্রই ছিল মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী মুজিবনগর সরকার পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সংবিধান এবং বাংলাদেশের সংবিধানের ভিত্তি।
অস্থায়ী সংবিধান আদেশ
১১ জানুয়ারি ১৯৭২। বঙ্গবন্ধু দেশে ফেরার পরদিন ‘বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ’ জারি করেন। এই আদেশে বলা হয় যে, বাংলাদেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাঁর সমস্ত কার্য সম্পাদন করবেন।
কমিটি গঠনের আগেই সংবিধানের খসড়া
সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন
আইন ও পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রী ড. কামাল হোসেনকে ঊধ্বৃত করে ১৯৭২ সালের ১৯ জানুয়ারি সংবাদ সংস্থা এনার খবরে বলা হয়, বাংলাদেশের খসড়া শাসনতন্ত্র প্রণয়ন করা হচ্ছে এবং এর চূড়ান্ত রূপ দিতে বেশি সময় লাগবে না। শাসনতন্ত্রে জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং আওয়ামী লীগের নির্বাচনি মেনিফেস্টোতে প্রদত্ত প্রতিশ্রুতি প্রতিফলিত হবে বলেও জানান আইনমন্ত্রী। (দৈনিক বাংলা, ১৯ জানুয়ারি ১৯৭২)।
এর ১০ দিন পরে ২৯ জানুয়ারি ‘বিশ্বস্ত’ সূত্রের বরাত দিয়ে এনার খবরে বলা হয়, খসড়া শাসনতন্ত্র প্রণয়নের কাজ সমাপ্ত। এক এক মাসের মধ্যেই গণপরিষদের প্রথম অধিবেশন ডাকার সম্ভাবনা। খসড়া শাসনতন্ত্রের মুখবন্ধে বলা হয়েছে: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের মৌলনীতির ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে এই দেশকে গড়ে তোলা হবে। খসড়া শাসনতন্ত্রে সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি, প্রশাসনিক বিভাগ থেকে আইন বিভাগকে আলাদাকরণ, ব্যক্তিগত মর্যাদা ও জাতীয় ঐক্যের নিশ্চয়তা বিধানের ব্যবস্থা রাখা হয়েছে। সেইসাথে স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাস ও ধর্ম পালনের অধিকার রক্ষারও নিশ্চয়তা বিধান করা হবে। ড. কামালকে উধ্বৃত করা খবরে বলা হয়, সংবিধান প্রণয়ন কমিটি প্রথমে আওয়ামী লীগ কার্যনির্বাহক কমিটির কাছে এর খসড়া পেশ করবে এবং তাদের বিবেচনার পর তা গণপরিষদে পাঠানো হবে। (দৈনিক বাংলা, ২৯ জানুয়ারি ১৯৭২)।
গবেষক হালিম দাদ খান মনে করেন, অবস্থাদৃষ্টে মনে হয় শাসনতন্ত্রটি ‘তৈরি’ হয়েই ছিল, নির্দেশিত হয়ে স্বাক্ষর করা ছাড়া গণপরিষদ সদস্যদের কিছুই করার ছিল না এবং সেটি উপস্থাপনের জন্য ড. কামাল হোসেনের আর তর সইছিল না। (ড. হালিম দাদ খান, স্বাধীন বাংলাদেশের প্রথম ১২৩ দিন, আগামী প্রকাশনী/২০২২, পৃষ্ঠা ৪১০)।
বাংলাদেশ গণপরিষদ আদেশ
এরপর ১৯৭২ সালের ২০ মার্চ বাংলাদেশের জন্য একটি স্থায়ী সংবিধান রচনার প্রথম পদক্ষেপ হিসেবে ‘বাংলাদেশ গণপরিষদ আদেশ’ জারি করা হয়। এই আদেশ অনুসারে ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদ ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে নির্বাচিতদের নিয়ে বাংলাদেশ গণপরিষদ গঠিত হয়—যাঁদের ওপর বাংলাদেশের সংবিধান রচনার দায়িত্ব অর্পণ করা হয়।
সংবিধান প্রণয়ন কমিটি
১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের বৈঠক বসে এবং পরদিন ১১ এপ্রিল গঠিত হয় সংবিধান প্রণয়ন কমিটি। কমিটির জন্য ৩৪ জন সদস্যের নাম প্রস্তাব করেন মুনসুর আলী, যেখানে বলা হয় ড. কামাল হোসেন এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। স্পিকার (মুহম্মদুল্লাহ) প্রস্তাবটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।
গণপরিষদের কার্যবিবরণীতে উল্লিখিত সদস্যদের নামের ধারাবাহিকতা
১. সৈয়দ নজরুল ইসলাম (১৯২৫-১৯৭৫)
২. তাজউদ্দিন আহমদ (১৯২৫-১৯৭৫)
৩. খন্দকার মোশতাক আহমাদ (১৯১৮-১৯৯৬)
৪. এ এইচ এম কামারুজ্জামান (১৯২৩-১৯৭৫)
৫. এম আবদুর রহিম (১৯২৭-২০১৬)
৬. আবদুর রউফ (১৯৪২-২০১১)
৭. মো. লুৎফর রহমান (১৯২৭- ২০০৮৭৭)
৮. আবদুল মমিন তালুকদার (১৯২৯-১৯৯৫)
৯. অধ্যাপক আবু সাইয়িদ (জন্ম ১৯৪৩)
১০. মোহাম্মদ বায়তুল্লাহ (১৯২৭-১৯৮৭)
১১. এম আমীর-উল ইসলাম (১৯৩৭)
১২. বাদল রশীদ (১৯২৯-১৯৯৩)
১৩. খন্দকার আবদুল হাফিজ (১৯৩০-২০০১)
১৪. মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর (১৯৩৬-২০২০)
১৫. অধ্যক্ষ হুমায়ুন খালিদ (১৯৩৫-২০০২)
১৬. আছাদুজ্জামান খান (১৯১৬-১৯৯২)
১৭. এ কে মুশাররফ হোসেন আখন্দ (১৯১৭-১৯৯৫)
১৮. শওকত আলী খান (১৯২৬-২০০৬)
১৯. আবদুল মমিন (১৯২৯-২০০৪)
২০. শামসুদ্দিন মোল্লা (১৯২১-১৯৯১)
২১. শেখ আবদুর রহমান (১৯৩০-২০০৮)
২২. ফকির সাহাব উদ্দিন আহমদ (১৯২৫- ১৯৮৯)
২৩. আবদুল মুন্তাকীম চৌধুরী (জন্ম ১৯২৯)।
২৪. অধ্যাপক খোরশেদ আলম (১৯২৯-২০০৭)
২৫. সিরাজুল হক (১৯২৫-২০০২)
২৬. দেওয়ান আবুল আব্বাস (১৯২৩-২০০৮)
২৭. হাফেজ হাবীবুর রহমান (১৯১৫-১৯৮৫)
২৮. মুহাম্মদ আবদুর রশিদ (১৯২৫-২০০০)
২৯. সুরঞ্জিত সেনগুপ্ত (১৯৪৫-২০১৭)
৩০. নুরুল ইসলাম চৌধুরী (১৯২৭-১৯৯৫)
৩১. মোহাম্মদ খালেদ (১৯২২- ২০০৩)
৩২. রাজিয়া বানু (১৯২৬- ১৯৯৮)
৩৩. ডা. ক্ষিতীশ চন্দ্র মণ্ডল (১৯৩৯-২০২০)
৩৪. ড. কামাল হোসেন (জন্ম ১৯৩৭)
সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু (সামনে বসা, বাম থেকে সপ্তম)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক ড. আনিসুজ্জামান সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি লিখেছেন, বৈঠকে অনেক সদস্যের উপস্থিতির হার তুলনায় অনেক কম ছিল। মন্ত্রীদের মধ্যে খন্দকার মোশতাক আহমাদ এবং এএইচএম কামারুজ্জামান খুব কম আসতেন। সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমদ আসতেন মাঝেমধ্যে। তবে তাজউদ্দীন যেদিন আসতেন, সেদিন আলোচনায় যোগ দিতেন সাগ্রহে। আনিসুজ্জামান বলেন, ‘কোনো কমিটিতেই সব সদস্য অংশ নেন না—এটিও তার ব্যতিক্রম ছিল না।’ (বাংলাদেশের সংবিধান নানা প্রসঙ্গ, আহেমদ জাভেদ সম্পাদিত, অন্যপ্রকাশ/২০২০, পৃষ্ঠা ১১১)।
কমিটির বৈঠক
সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির বৈঠক
সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসে ১৯৭২ সালের ১৭ এপ্রিল। কমিটির বৈঠক বসে একাদিক্রমে ১৭ থেকে ২৯ এপ্রিল, ১০ থেকে ২৫ মে, ৩ থেকে ১০ জুন, ১০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর। মোট ৮৫ দিন। তৃতীয় দফার বৈঠকে অর্থাৎ ১০ জুন সংবিধানের একটি পূর্ণাঙ্গ খসড়া অনুমোদিত হয়। পূর্ণাঙ্গ মানে বিষয়বস্তুর দিক দিয়ে পূর্ণাঙ্গ। তারপরে বাকি রয়ে যায় ইংরেজি ভাষ্যের আইনগত দিক এবং বাংলা ভাষ্যের ভাষাগত দিকের উন্নতিসাধন। (বাংলাদেশের সংবিধান নানা প্রসঙ্গ, প্রাগুক্ত, পৃষ্ঠা ১১৬)।
ইংরেজিতে সংবিধানের খসড়া তৈরি করেন ড. কামাল হোসেন। এটির বাংলা করে দেয়ার দায়িত্ব পড়ে ড. আনিসুজ্জামানের ওপর। এই কাজে তিনি সহযোগী হিসেবে নেন তাঁর বন্ধু নেয়ামাল বাসিরকে। বাংলা-উর্দু-ফারসিতে যাঁর ছিল অগাধ জ্ঞান। পাকিস্তান জাতীয় পরিষদে তিনি দোভাষী হিসেবে কাজ করেছেন। পরে এ কে এম শামসুদ্দীন নামে আরও একজনকে যুক্ত করা হয়। সংবিধান রচনার কাজে সাহায্য করার জন্য বিচারপতি এফ কে এম মুনীমকে আইন-সচিব নিযুক্ত করা হয়।
ড. কামালের ইংরেজি ভাষ্য এবং তার বাংলা অনুবাদ গণপরিষদের সচিবালয়ের মারফত বিজি প্রেস থেকে মুদ্রিত হয়ে কমিটির বৈঠকে উপস্থাপিত হতো।
ড. আনিসুজ্জামানের নেতৃত্বে যে তিনজন ভাষান্তরের কাজ করেছেন, তার একটি আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন দেখা দেয়। ফলে একটি ভাষা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়, যারা ইংরেজির সঙ্গে বাংলা পাঠ মিলিয়ে ভাষাগত উন্নতিসাধনের প্রয়োজনীয় সুপারিশ করে। ড. আনিসুজ্জামানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ওই কমিটিতে আরও ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সৈয়দ আলী আহসান এবং বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক মযহারুল ইসলাম। কমিটি ১১টি বেঠক করে বাংলা পাঠ সম্পর্কে তাদের সুপারিশ দেয়।
বাইরের মতামত
সংবিধান প্রণয়ন কমিটির কাছে গণপরিষদের বাইরে থেকে নানা ধরনের পরামর্শ-সংবলিত ৯৮টি স্মারকলিপি আসে। সদস্যদের বিবেচনার জন্য এগুলো বিলি করা হয়েছিল।
১২ অক্টোবর কমিটির সভাপতি ড. কামাল হোসেন ১৫৩টি অনুচ্ছেদসম্বলিত ৭২ পৃষ্ঠার খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদের সামনে পেশ করেন। ১৯ অক্টোবর বিলের ওপর সাধারণ আলোচনা শুরু হয় যা চলে ৩০ অক্টোবর পর্যন্ত। গণপরিষদের ৪৫ জন সদস্য খসড়া সংবিধানের ওপর আলোচনা করেন। তাঁদের মধ্যে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন ১৬ জন। কমিটির সভাপতি ড. কামাল হোসেনসহ আরও যে সদস্যগণ বিলের ওপর আলোচনা করেছেন তাঁরা হলেন ১. সৈয়দ নজরুল ইসলাম, ২. তাজউদ্দীন আহমদ, ৩. খন্দকার মোশতাক আহমাদ, ৪. এ. এইচ. এম. কামারুজ্জামান, ৫. আছাদুজ্জামান খান, ৬. আবদুর রউফ, ৭. আবদুল মমিন তালুকদার, ৮. অধ্যাপক আবু সাইয়িদ, ৯. খন্দকার আবদুল হাফীজ, ১০. মো. হুমায়ুন খালিদ, ১১. শেখ আব্দুর রহমান, ১২. আব্দুল মুন্তাকীম চৌধুরী, ১৩. সিরাজুল হক, ১৪. সুরঞ্জিৎ সেনগুপ্ত এবং ১৫. রাজিয়া বানু। সাধারণ আলোচনার বাইরেও কমিটির সভাপতি হিসেবে ড. কামাল হোসেন অনেক সদস্যের প্রশ্নের জবাব দিয়েছেন। ব্যাখ্যা দিয়েছেন।
খসড়া বিলের ওপর আলোচনা শেষে পরিষদে মোট ১৩৫টি সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়। এর মধ্যে আওয়ামী লীগের সদস্যরা সংশোধনী আনেন ৮৩টি। বঙ্গবন্ধুর পরামর্শে আওয়ামী লীগ দলীয় সদস্যদের সংশোধনী প্রস্তাব বিবেচনার জন্য ৩৩ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। আওয়ামী লীগ দলীয় সদস্যদের সবগুলো সংশোধনী প্রস্তাব গৃহীত হয়। যদিও এসব সংশোধনী ছিল প্রধানত শব্দ ও ভাষাগত অসঙ্গতি।
বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ২৯টি সংশোধনী প্রস্তাব দিলেও তাঁর একটি সংশোধনী গৃহীত হয়। আর স্বতন্ত্র সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা ১৩টি এবং আবদুল আজিজ চৌধুরী ৫টি সংশোধনী প্রস্তাব উত্থাপন করলেও সেগুলোর একটিও গ্রহণ করা হয়নি। আইনমন্ত্রী কামাল হোসেন সংশোধনী প্রস্তাব আনেন ৫টি, যার সবগুলোই গৃহীত হয়।
৬ সদস্যের নোট অব ডিসেন্ট
কমিটির ৬ জন সদস্য খসড়া সংবিধানের ওপর নোট অব ডিসেন্ট বা ভিন্নমতসূচক মন্তব্য দেন। তাঁরা হলেন:
১. হাফেজ হাবীবুর রহমান।
২. এ. কে মুশাররফ হোসেন আখন্দ।
৩. আছাদুজ্জামান খান।
৪. আব্দুল মুন্তাকীম চৌধুরী।
৫. সুরঞ্জিৎ সেনগুপ্ত।
৬. ক্ষিতীশ চন্দ্র মণ্ডল।
এর মধ্যে এর মধ্যে সংবিধানের প্রস্তাবনার শুরুতে ‘সর্বশক্তিমান, পরম দয়ালু, ক্ষমাশীলের নামে’ কথাগুলো যুক্ত করার প্রস্তাব করেন এ কে মুশাররফ হোসেন আখন্দ। তাঁর যুক্তি ছিল, দেশের জনগোষ্ঠীর ৮৩ শতাংশ মুসলমান। যারা তাদের সব কাজ সর্বশক্তিমানের নামে শুরু করে।
নোট অব ডিসেন্টে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব করেন হাফেজ হাবীবুর রহমান। তিনি সংসদ সদস্যদের সদস্যপদ বাতিলসম্পর্কিত সংবিধানের ৭০ অনুচ্ছেদ সম্পর্কে কড়া ভাষায় আপত্তি জানান। তাঁর মতে, এতে দলীয় একনায়কত্ব এবং দলীয় নেতার একনায়কত্বের সৃষ্টি হবে। ৭০ অনুচ্ছেদের পুনর্লিখনের প্রস্তাব করেন আব্দুল মুন্তাকীম চৌধুরী।
৭০ অনুচ্ছেদ এবং সম্পত্তির অধিকারসম্পর্কিত সংবিধানের ৪২ অনুচ্ছেদের ব্যাপারে বড় ধরনের আপত্তি জানান আছাদুজ্জামান খান। তাঁর মতে, একটি নির্দিষ্ট সীমার বাইরের ব্যক্তি সম্পত্তিকে আইন দ্বারা জাতীয়করণ করার প্রয়োজন রয়েছে।
সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সম্পদ এবং উৎপাদন পদ্ধতির যৌথ মালিকানাকে সংবিধানের অন্যতম মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা; শহরে কিংবা গ্রামে ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া; নারীদের জন্য সংরক্ষিত আসনের বিধান না রেখে জীবনের সব ক্ষেত্রে নারী-পুরুষ সমান বিধান করারও প্রস্তাব দেন সুরঞ্জিত সেনগুপ্ত।
ডা. ক্ষিতীশ চন্দ্র মণ্ডল শিডিউলড কাস্ট, শিডিউলড ট্রাইব এবং রাষ্ট্রের অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও অর্থনৈতিক স্বার্থকে বিশেষ যত্নের সঙ্গে পৃষ্ঠপোষকতা করাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে ঘোষণা করে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে অন্তরর্ভুক্ত করার দাবি জানান। ৬ সদস্যের এই নোট অব ডিসেন্ট বা ভিন্নমত কমিটির রিপোর্টের সঙ্গে যুক্ত করা হয়।
সংবিধান গৃহীত ও স্বাক্ষর
১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদের সংবিধান বিল পাস হওয়ার আগে বক্তব্য রাখছেন বঙ্গবন্ধু
৪ নভেম্বর খসড়া সংবিধানের তৃতীয় ও চতুর্থ পাঠ অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে তুমুল হর্ষধ্বনি ও করতালির মধ্য দিয়ে গৃহীত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ১৪ ও ১৫ ডিসেম্বর গণপরিষদের সদস্যগণ হাতে লেখা
হাতে লেখা সংবিধানে স্বাক্ষর করছেন বঙ্গবন্ধু
সংবিধানের কপিতে স্বাক্ষর করেন। সংবিধানে প্রথম স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর হয়।
সূত্র: আমীন আল রশীদ, সংবিধান প্রণেতাগণ, শিলালিপি/২০২৩।